সম্মানিত মহাদেবপুরবাসী,
আসসালামু আলাইকুম। আগামী ১৪-১৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ ০২(দুই) দিনব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক মেলা ও প্রদর্শনী উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হবে এবং ১৬-১৭ ফেব্রুয়ারি ২০১৮ খ্রিঃ তারিখ ০২(দুই) দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার, এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আব্দুস সাত্তার (নান্নু), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মহাদেবপুর, নওগাঁ । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ মোবারক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, মহাদেবপুর, নওগাঁ। উক্ত তারিখে সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো যাচ্ছে। আরো বিশেষভাবে উল্লেখ্য যে, লাগসই প্রযুক্তি মেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হবে। উক্ত মেলায় আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস