Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বক ও মাছ চত্ত্বর
বিস্তারিত

বক চত্ত্বরঃ  মহাদেবপুর উপজেলা পরিষদের উত্তর পাশে মহাদেবপুর-পোরশা সড়কের ব্রীজ রোডের চৌরাস্তায় স্টীলের তৈরী তিনটি বকের সমন্বয়ে সুদৃশ্য স্থাপত্য বক চত্ত্বর নামে পরিচিত। এটি ২০০২-২০০৩ সালে নির্মান করা হয়েছে। এতে পানির সুদৃশ্য ফোয়ারা রয়েছে।

 

মাছ চত্ত্বরঃ  মহাদেবপুর উপজেলা সদরে মহাদেবপুর -পত্নীতলা প্রধান সড়কের মাতাজি মোড়ে চৌরাস্তার মধ্যখানে অবস্থিত স্টীলের তৈরী মাছের সুদৃশ্য স্থাপত্য মাছ চত্ত্বর নামে পরিচিত। এটি ২০০২-২০০৩ সালে নির্মাণ করা হয়েছে। এতে পানির সুদৃশ্য ফোয়ারা রয়েছে।