আগামী ৩০ অক্টোবর,২০১৮ রোজ মঙ্গলবার মহাদেবপুর উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতিক উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক এই মেলায় বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন চিত্রের ভিডিও প্রদর্শনসহ লাঠি খেলা, হা-ডু-ডু ও অন্যান্য গ্রামীণ খেলাধূলার আয়োজন থাকবে। সেই সঙ্গে দিনব্যাপী জারি-সারি-ভাটিয়ালি-ভাওয়াইয়া-বাউল পালাগান, দেশাত্মবোধক -নজরুল সংগীত-রবীন্দ্র সংগীত-উন্নয়ন সংগীত পরিবেশিত হবে। স্ব-বান্ধব মেলায় অংশগ্রহণ করার জন্য আপনাদের অনুরোধ জানানো যাচ্ছে।
ঘোষণায়
উপজেলা নির্বাহী অফিসার
মহাদেবপুর, নওগাঁ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস