এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং মহাদেবপুর উপজেলা সদরের সরকারি রাস্তা ও ফুটপাথের উপর বা ফুটপাথের পাশে, রাস্তা সংলগ্ন স্থানে কাঠের গুঁড়ি, রিং স্লাব, রড, ইট-বালি, দোকানসমূহের মালামাল, নির্মাণ সামগ্রী, চার্জার ও পিকআপ ভ্যান ইত্যাদি যত্রতত্র রাখা হচ্ছে। তাছাড়া রাস্তার উপর অস্থায়ী বিভিন্ন ধরণের দোকানপাট বসিয়ে দোকানপাটের ময়লা-আবর্জনা রাস্তায় ফেলা হচ্ছে। এতে যান চলাচলের অসুবিধাসহ জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে এবং মহাদেবপুর শহরের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। রাস্তা বা রাস্তা সংলগ্ন স্থানে এবং ফুটপাতের উপর এসব মালামাল রাখা, রাস্তার উপর অস্থায়ী বিভিন্ন ধরণের দোকানপাট বসানো, যত্রতত্র যানবাহন রাখা বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায়, মহাদেবপুর শহরের পরিছন্নতার পরিবেশ বজায় রাখার স্বার্থে বর্ণিত স্থানসমূহ থেকে রক্ষিত মালামাল নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মালামালসমূহ বাজেয়াপ্ত করা হবে।
ঘোষণায়
উপজেলা নির্বাহী অফিসার
মহাদেবপুর, নওগাঁ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস